সিস্তানে ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট করবে ইরান
পোস্ট হয়েছে: মে ১৭, ২০১৮
ইরানের সিস্তানে চাহ-নিমেহ জলাধারের ১৪ হেক্টর এলাকায় ৭ মেগাওয়াটের ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও মিল-নাদের, রামশার ও গারাকেগ অঞ্চলে পানি বাষ্পীভবন প্রতিরোধ করা সম্ভব হবে। এ প্রকল্পে খরচ হবে সাড়ে ৮ মিলিয়ন ইউরো। ইরানের প্রযুক্তিবিদরা এ প্রকল্প বাস্তবায়ন করবে।
এ অঞ্চলের ওই জলাধার থেকে বছরে ৩৫৫ মিলিয়ন ঘনমিটার পানি বাষ্পীভবন হয়ে যায়। তা পূরণ করতে প্রকল্পটি বিশেষ সহায়ক হবে।- ফিনান্সিয়াল ট্রিবিউন ।