মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব গেমসে ইরানের বাহমানিয়ার স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০২৫ 

news-image

২০২৫ বিশ্ব গেমসে শুক্রবার ইরানের মহিলা কারাতে ক্রীড়াবিদ সারা বাহমানিয়ার স্বর্ণপদক জিতেছেন।

তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, ৫০ কেজি মহিলাদের কুমিতে ফাইনাল ম্যাচে বাহমানিয়ার কাজাখস্তানের মোলদির ঝাংবাইরবেকে পরাজিত করেন।

এরআগে সেমিফাইনালে তিনি আলজেরিয়ার সিলিয়া ওইকেনেকে ৪-৩ গোলে পরাজিত করেন। ইরানি এই কারাতে ক্রীড়াবিদ পুল এ-তে কানাডিয়ান ইয়ামিনা লাহিয়ানসা, ইতালির এরমিনিয়া পারফেটো এবং ক্রোয়েশিয়ান এমা স্গারডেলিকে পরাজিত করেন।

এই ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন স্গারডেলি। বিশ্ব গেমসের ১২তম আসর ৭ থেকে ১৭ আগস্ট চীনের চেংডুতে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: মেহর নিউজ