মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘পয়গাম্বরে রহমত’ শীর্ষক বই প্রকাশ

পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০২১ 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষ্যে গত ২৪ অক্টোবর রোববার ‘পয়গাম্বরে রহমত’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে। এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ী (মুদ্দাযিল্লুহু)-এর বয়ান সংকলন।
এটি বঙ্গানুবাদ করেছেন ড. মুহাম্মদ ঈসা শাহেদী। ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের তত্ত্বাবধানে প্রকাশিত বইটির সম্পাদনায় ছিলেন ড. এম আব্দুল কুদ্দুস বাদশা। এটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী।
বিশ্ববাসীর জন্য রহমতের বার্তা নিয়ে আগমন করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। মানবের জাগতিক ও আধ্যাত্মিক মুক্তির জন্য তিনি যে ঐশী জীবন-দর্শন উপস্থাপন করেন, আজকের বিশ্বমানব তা থেকে বহু ক্রোশ দূরে। ফলশ্রুতিতে জাতিতে জাতিতে হানাহানি, যুদ্ধ-বিগ্রহ, অশান্তি আর রক্তপাত যেন থামছেই না। প্রমাণ হয়েছে বিশ্বমানবকে ফিরে যেতে হবে বিশ্বশান্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর আনীত সেই শান্তিময় জীবন ধারায়। তাই সময়ের চাহিদা ও পরিস্থিতিকে সামনে রেখে মুসলিম-অমুসলিম নির্বিশেষে গোটা মানবজাতির কাছে ইসলামের মহান পয়গাম্বরের জীবনদর্শনকে নতুন বিশ্লেষণে উপস্থাপন করা খুবই অত্যাবশ্যক। ইরানের ইসলামি বিপ্লবের বিদগ্ধ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (হাফা.) তাঁর গভীর প্রজ্ঞা এবং মুসলিম জাতির নেতৃত্ব প্রদানের সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বয়ানে মহানবী (সা.) সম্পর্কে বিশ্লেষণ তুলে ধরেছেন, যেগুলো স্থান পেয়েছে এই সংকলনে। বিশেষ করে নতুন প্রজন্ম এই বইয়ের মধ্যে খুঁজে পাবে তাদের মনের খোরাক।
উল্লেখ্য, হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী ইউরোপ ও আমেরিকার তরুণদের উদ্দেশে লেখা পত্রে কুরাআন ও পয়গাম্বরে ইসলামকে চেনার ব্যাপারে যে গুরুত্বারোপ ও সুপারিশ করেছেন তার পরিপ্রেক্ষিতে ইসলামি বিপ্লবের সাংস্কৃতিক গবেষণা ফাউন্ডেশনের আন্তর্জাতিক অধিদপ্তর মহামান্য রাহবারের লেখা, বক্তব্য ও ভাষণসমূহ সংগ্রহ এবং শিরোনাম ও অধ্যায় আকারে সাজানোর কাজ হাতে নেয়। উক্ত ফাউন্ডেশনের মূল দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি বিপ্লবের মহান নেতার বক্তব্য, রচনা ও চিন্তাধারার প্রচার প্রসার করা।
এ ক্ষেত্রে ১৩৮৫ ফারসি সালে তরুণ সমাজের পক্ষ হতে ‘নাইয়েরে আজম’ শিরোনামে যে বইটি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রচিত ও মুদ্রিত হয়েছে তা থেকে বিরাটভাবে সাহায্য নেওয়া হয়েছে। তবে নতুন দৃষ্টিভঙ্গিতে এবং সময়ের চাহিদা ও পরিস্থিতিকে সামনে রেখে অমুসলিমদের, বিশেষ করে ইউরোপ ও আমেরিকা মহাদেশের জনগণের উদ্দেশে ইসলামের মহান পয়গাম্বরের জীবনের ঘটনাপ্রবাহ ও ঐতিহাসিক ধারাবাহিকতার আলোকে সর্বশেষ তথ্যগুলোও সন্নিবেশিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমনকি ১৪৪২ হিজরি সালের ২৭ রজব মোতাবেক ২১ ইসফান্দ ১৩৯৯ ফারসি সালে (২০২০খ্রি) রাসূলে আকরামের নবুওয়াত লাভের যে বার্ষিকী পালিত হয় তাতে মহামান্য রাহবার যে বয়ান পেশ করেন সেটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন বইটি নতুন ও পরিবর্তিত বিন্যাসে ও কলেবরে মুদ্রিত হলো।