বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

কাবুলে বাণিজ্য ও স্থায়ী প্রদর্শনী কেন্দ্র খুলেছে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২৩ 

news-image

কাবুলে ইরানের বাণিজ্য কেন্দ্র এবং ইরানি পণ্যের স্থায়ী প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আফগানিস্তানে ইরানি দূতাবাস এই ঘোষণা দিয়েছে।এক টুইট বার্তায় দূতাবাস জানায়, এই কেন্দ্রটি খোলার উদ্দেশ্য ইরান ও আফগানিস্তানের দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একটি মৌলিক পদক্ষেপ নেওয়া। কেন্দ্রটি আফগান ব্যবসায়ীদের ইরানি পণ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে বলে উল্লেখ করে দূতাবাস।কাবুলে ইরানি পণ্যের জন্য একটি স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে আফগানিস্তানে ইরানের রপ্তানির বিকাশ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। সূত্র: তেহরান টাইমস।