মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এএফসি এশিয়ান কাপ শ্রেষ্ঠ কোচের তালিকায় দুই ইরানি

পোস্ট হয়েছে: জুলাই ১৬, ২০২০ 

news-image

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এশিয়ান কাপের ইতিহাসে শ্রেষ্ঠ কোচদের তালিকায় স্থান পেয়েছেন দুই ইরানি কোচ। এএফসির সেরা দশ কোচের এই তালিকায় স্থান পাওয়া দুই ইরানি কোচ হলেন মোহাম্মাদ রাঞ্জবার (১৯৭২ সালের কাপ বিজয়ী) ও হেশমাত মোহাজেরানি (১৯৭৬ সালের বিজয়ী)।  

এএফসি এশিয়া কাপের ৬৪ বছরের ইতিহাসে মাত্র ১৬ জন প্রধান কোচ হিসেবে এএফসি এশিয়ান কাপ জয় করেছেন।

তালিকায় স্থান পাওয়া বাকি কোচরা হলেন- সৌদি আরবের খলিল আল-জায়ানি (১৯৮৪ সালের কাপ বিজয়ী), ব্রাজিলের কারলোস আলবেরতো প্যারেইরা (১৯৮০ ও ১৯৮৮ সালের কাপ বিজয়ী), অস্ট্রেলিয়ার অ্যাঙ্গ পোস্তেকোগলু (২০১৫ সালের বিজয়ী), ব্রাজিলের জিকো (২০০৪ সালের বিজয়ী), ফ্রান্সের ফিলিপ ট্রাউসিয়ার (২০০০ সালের বিজয়ী কোচ), ব্রাজিলের জোরভান ভিয়েইরা (২০০৭ সালের বিজয়ী), ইতালির আলবেরতো জাকচেরোনি (২০১১ সালের বিজয়ী) ও স্পেনের ফেলিক্স সানচেজ (২০১৯ সালের বিজয়ী)। সূত্র: তেহরান টাইমস।