রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে বর্ষসেরা ফটোসাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২০ 

news-image

চতুর্থ ইরান প্রেস ফটো অ্যাওয়ার্ড বিজয়ীদের সম্মাননা জানানো হয়েছে। শুক্রবার ইনস্টাগ্রামে আয়োজিত অনলাইন বিশেষ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা জানানো হয়।

বর্ষসেরা ফটো সাংবাদিক অ্যাওয়ার্ডের পরিবেশ বিভাগে সেরা একক ফটো পুরস্কার লাভ করেন এহসান ফাজলি। ক্রীড়া বিভাগে সেরা একক ফটো পুরস্কার লাভ করেছেন আহমাদ মইনি-জাম। তারা উভয়েই ফটোগ্রাফার হিসেবে আইআরএনএ তে কর্মরত রয়েছেন।

এছাড়া বর্ষসেরা ফটোসাংবাদিক পুরস্কারের ক্রীড়া বিভাগে সেরা সিরিজ অ্যাওয়ার্ড বিজয়ী মোহসেন কাবোলিকেও সম্মানান জানানো হয়। অন্যদিকে, রুহোল্লা ভান্দাতির একটি ফাটো সংগ্রহ পোট্রেইট বিভাগে পুরস্কার জিতেছে।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা অর্জনের জন্য প্রবীণ ফটোগ্রাফার সেইফোল্লাহ সামাদিয়ান ও বাহরাম মোহাম্মাদিফারকে সম্মাননা জানানো হয়। সূত্র: তেহরান টাইমস।