বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি গবেষকদের উদ্ভাবন; ক্ষত নিরাময়ে শরীরের স্পন্দন থেকে শক্তি উৎপাদন

পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০২৫ 

news-image

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি সিস্টেম তৈরি করেছেন যা মানবদেহের স্বাভাবিক চলাফেরা থেকে শক্তি উৎপাদন করে এবং নিরাময় প্রক্রিয়াগুলোকে উদ্দীপিত করে।তেহরান বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও জৈব পদার্থ গবেষণা কেন্দ্র (আইবিবি)’র গবেষকরা একটি সম্পূর্ণ জৈবিক, বেতার এবং জৈব পদার্থবিদ্যা ব্যবস্থা তৈরি করেছেন যা মানবদেহের স্বাভাবিক নড়াচড়া থেকে শক্তি উৎপাদন করে এবং নিরাময় প্রক্রিয়াগুলোকে উদ্দীপিত করে। পার্সটুডে আরও জানায়, এই সিস্টেমটিতে কেবল যে বাহ্যিক কোনও সরঞ্জামেই প্রয়োজন হয় না, তাই নয় বরং রোগীর সাধারণ নড়াচড়া (যেমন হাঁটা-চলাফেরা) থেকে শক্তি সঞ্চয় করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এবং ক্ষত নিরাময়ে বা গুরুত্বপূর্ণ লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে সহায়তা করে।

লক্ষণীয় বিষয়টি হলো এ কাজের একটি উদ্ভাবনী দিক হল জৈব পরিবাহী কালির (জিঙ্ক ধাতুর ওপর ভিত্তি করে) ব্যবহার করা যা তাদের ভূমিকা পালন করার পর, চিকিৎসা হস্তক্ষেপের প্রয়োজন হয় না, নিজে নিজেই ধীরে ধীরে টিস্যুতে শোষিত হয়।

পার্সটুডে/