রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইরানের তেলখাতে বিনিয়োগ করতে চায় ৬ ইউরোপীয় দেশ’

পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০১৫ 

news-image

ইরানের তেলখাতে বিনিয়োগের জন্য সব বিদেশি কোম্পানির একজন করে ইরানি অংশীদার থাকতে হবে। একথা জানিয়েছেন ইরানের তেল বিষয়ক উপমন্ত্রী আমির হোসেইন যামানি-নিয়া।

তেহরানের উপর থেকে আর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বিদেশি কোম্পানিগুলো ইরানে কীভাবে বিনিয়োগ করতে আসবে- সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। গত জুলাইয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। যামানি-নিয়া রোববার তেহরানে আরো বলেন, বিদেশি কোম্পানিগুলোর ইরানি অংশীদার যাতে তেলখাতে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে পারে সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে।

ইরানের তেল উপমন্ত্রী বলেন, এ পর্যন্ত অস্ট্রিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ব্রিটেনের বৃহৎ তেল কোম্পানিগুলো ইরানে বিনিয়োগের আকাঙক্ষা নিয়ে তেহরান সফর করেছে। ইরানের তেলখাতে বিনিয়োগের যে প্রচুর সুযোগ রয়েছে এ থেকে তা প্রমাণিত হয় বলে তিনি জানান। সূত্র:আইআরআইবি