বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান গোটা বিশ্বে আলো ছড়াচ্ছে: আইআরজিসি প্রধান

পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৯ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বর্তমানে ইরান গোটা বিশ্বের রাজনৈতিক পরিবর্তনের হৃদপিণ্ড ও মস্তিষ্কে পরিণত হয়েছে। ইরান এখন গোটা বিশ্বে আলো ছড়াচ্ছে। বৃহস্পতিবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের স্বেচ্ছাসেবী বাহিনীর ১০ হাজার সদস্যের সমাবেশে এ কথা বলেন।

আইআরজিসি’র কমান্ডার আরও বলেন, সচেতন ইরানি জাতি কখনোই পরাধীনতা মেনে নেবে না। শত্রুরা ভেবেছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে কাবু করে ফেলা যাবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

হোসেইন সালামি বলেন, শত্রুদেরকে কীভাবে পরাজিত করতে হয় তা ইরানিরা ভালো করেই জানে।

এ সময় তিনি স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের অবদানের প্রশংসা করে বলেন, বাসিজ ইরানি জাতির অন্তরে স্থান করে নিতে সক্ষম হয়েছে। ইরানে এখন বাসিজ সপ্তাহ চলছে।