মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

কারবালা

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২২ 

news-image

কারবালা

রাজু রফিক

ইতিহাস বলে কারবালা হলো
অনন্য এক ঘটনা,
সত্যের প্রতি এত প্রেম দেখে
বিস্মিত হই কত না!
সত্যি যে তারা জীবনের চেয়ে
সত্যের ছিল ভক্ত,
তাই সব জেনে মৃত্যুকে মেনে
দিল যে জীবন, রক্ত।
সত্য ও হোসাইন পুরোপুরি এক
শাহাদাতে পুরো জিন্দা,
শত্রুকে তার জানাই লনত
লক্ষ কোটি নিন্দা।