বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

২০২৩ সিএএফএ নারী ফুটসাল চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ 

news-image

উজবেকিস্তানকে ৫-৪ গোলে হারিয়ে সোমবার ২০২৩ সিএএফএ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইরান।সারা শিরবেগি এবং মাহসা কামালি দুটি করে গোল করেন এবং অধিনায়ক ফেরেশতে করিমি অপর গোলটি করে টিম মেল্লির বিজয় ছিনিয়ে আনেন।এরআগে ইরান টুর্নামেন্টে কিরগিজস্তানকে ৫-০ এবং তাজিকিস্তানকে ১৬-০ গোলে হারিয়েছে।আগের দিন ব্রোঞ্জ পদকের ম্যাচে কিরগিজস্তানকে ৪-২ গোলে হারায় তাজিকিস্তান।রাউন্ড-রবিন টুর্নামেন্টটি ২৫ থেকে ৩০ জানুয়ারি উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হয়।এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিএএফএ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। এরআগে ২০২২ সালে অনুষ্ঠিত প্রথমপর্বেও শিরোপা জিতে ইরান। সূত্র: তেহরান টাইমস।