বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

১ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২০ 

news-image

করোনা ভাইরাসের জন্য ১ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের পরিকল্পনা করছে ইরান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি এই কথা বলেন।

তিনি বলেন, চলতি সপ্তাহে ইরান ১ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ক্রয় করতে চাইবে। সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে প্রত্যেক ব্যক্তিকে দুটি করে এই ভ্যাকসিন নিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লিখিত সংখ্যক ভ্যাকসিন ক্রয় করলে দেশের ১১ শতাংশ মানুষকে সুরক্ষা করা যেতে পারে।

স্থাস্থ্যমন্ত্রী জানান, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এসব ভ্যাকসিন ক্রয়ের কাজ সম্পন্ন করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।