বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

হযরত ফাতিমা (আ.)-এর জীবন ও আদর্শ নিয়ে কলকাতায় সেমিনার অনুষ্ঠিত

পোস্ট হয়েছে: জানুয়ারি ৪, ২০২৬ 

news-image

নবীকন্যা হযরত ফাতিমা যাহরা (আ.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ‘নবীকন্যা ফাতিমা (আ.)-এর আলোকবর্তিকা জীবনী’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নূরুল ইসলাম একাডেমীর সম্পাদক ড. মওলানা রিজওয়ানুস সালাম খানের উদ্যোগে নতুন বছরের প্রথম দিন কলকাতার মৌলালী যুবকেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী প্যায়মান খায়ের খা-এর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তাঁর সুমধুর তিলাওয়াতে পুরো মিলনায়তন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আবিষ্ট হয়ে পড়ে।

সেমিনারের মূল প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. সৈয়দ মহসিন রেজা আবদী, মৌলানা আব্দুর রউফ, মৌলানা আমিনুল আম্বিয়া এবং বিশিষ্ট হিন্দু অধ্যাপক মদন চন্দ্র করন। বক্তারা তাঁদের আলোচনায় সমাজ ও রাষ্ট্র গঠনে হযরত ফাতিমা (আ.)-এর চরিত্র, আত্মত্যাগ, ন্যায়বোধ, নারীর মর্যাদা এবং আদর্শিক জীবনের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে নারী বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফারজানা ফাতিমা খান। তিনি বর্তমান সমাজে নারীর আত্মমর্যাদা, নৈতিক দৃঢ়তা ও আদর্শিক শক্তি গঠনে হযরত ফাতিমা (আ.)-এর জীবন থেকে শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘ফাতিমা (আ.)-এর মর্যাদা’ শীর্ষক কবিতা পাঠ করেন কবি গুলশান, মুস্তাক আহমদসহ অন্যান্য কবিরা। তাঁদের কবিতা উপস্থিত শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে।

এছাড়া সেমিনারে ‘জান্নাতী হূর হযরত ফাতিমা যাহরা (আ.)’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে সেমিনারের পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন বই ও ‘সত্যের পথে’ পত্রিকা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের বিশেষ পর্বে ‘খাতুন-এ-জান্নাত অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় ড. সৈয়দ মহসিন রেজা আবদীকে। পাশাপাশি আন্তর্জাতিক কারী প্যায়মান খায়ের খা-কেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেমিনারের শেষ পর্যায়ে প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক চেতনার সমন্বয়ে আয়োজিত এই সেমিনার নতুন বছরের শুরুতে সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দিয়েছে বলে আয়োজক ও উপস্থিত শ্রোতারা অভিমত ব্যক্ত করেন।#

পার্সটুডে