বুধবার, ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সুইডেনের উৎসবে সেরা চলচ্চিত্র ইরানের ‘অরেঞ্জ ডেজ’

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০১৯ 

news-image

সুইডেনে অনুষ্ঠিত ১৯তম ইয়ারি ইরানিয়ান ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতেছে ইরানি ফিকশন ফিচার ‘অরেঞ্জ ডেজ’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আরাশ লাহুতি।

‘অরেঞ্জ ডেজ’ এ আবান নামে চল্লিশ বছর বয়সী অতিরিক্ত কাজ করা এক ঠিকাদারের কাহিনী তুলে ধরা হয়েছে। তিনি অঞ্চলের সবচেয়ে বড় কমলা বাগানে কাজ করেন। চাষাবাদে তার নারী প্রতিদ্বন্দ্বী কাজেমকে ছাড়িয়ে যেতে দৃঢ় প্রচেষ্টা চালান। এজন্য মৌসুমী নারী শ্রমিকদের নিয়ে নেমে পড়েন প্রতিযোগিতায়।

এরআগে ছবিটি গত বছরের নভেম্বরে জার্মানিতে  অনুষ্ঠিত ৬৭তম ম্যানহেইম-হেইডেলবার্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে তিনটি পদক জিতে। সেই সাথে এটি উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত পিয়ংইয়ং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের ১৭তম আসরে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতে।

ইয়ারি ফিল্ম ফেস্টিভালের এবারের ১৯তম আসরের সুইডেনের স্টকহমে ১২ অক্টোবর পর্দা ওঠে। উৎসবের পর্দা নামে ১৩ অক্টোবর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।