শুক্রবার, ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ইমাম খোমেনী (রহ.)’র মাজারে শোকানুষ্ঠান

পোস্ট হয়েছে: জুন ৫, ২০১৭ 

news-image

ইরানে রোববার ইসলামী বিপ্লবের মহান নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের স্থপতি মরহুম ইমাম খোমেনী (রহ.)’র ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার স্থানীয় সময় বিকেল ছয়টায় তেহরানের অদূরে ইমাম খোমেনী (রহ.)’র মাজারে মৃত্যুবার্ষিকীর মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িসহ সর্বস্তরের মানুষ সমবেত হন। ইরানের সর্বোচ্চ নেতা উপস্থিত জনতার উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাসহ সর্বস্তরের মানুষ রোববার ইমামের মাজার জিয়ারত করেছেন। বিদেশে অবস্থিত ইরানি মিশনগুলোতেও এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইমাম খোমেনী (রহ.) ১৯৮৯ সালের ৪ জুন ৮৭ বছর বয়সে তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। সূত্র: পার্সটুডে।