বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রসায়ন অলিম্পিয়াডে রৌপ্য পদক জিতেছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১৬, ২০২৫ 

news-image

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ৫ থেকে ১৪ জুলাই অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে (আইসিএইচও) ইরানি শিক্ষার্থীরা চারটি রৌপ্য পদক জিতেছে।

ইভেন্টে ৯০ টিরও বেশি দেশের ৩৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা, সহযোগিতা, চ্যালেঞ্জ সমাধান এবং উদ্ভাবন অন্বেষণে একত্রিত হয়।

অলিম্পিয়াডে প্রতিটি অংশগ্রহণকারী দেশ চারজন শিক্ষার্থী এবং দুজন পরামর্শদাতার একটি দল পাঠায়। শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টার কঠোর ল্যাব ব্যবহারিক পরীক্ষা এবং পাঁচ ঘণ্টার একটি পৃথক তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেয়। ব্যবহারিক পরীক্ষা সাধারণত তাত্ত্বিক পরীক্ষার আগে নেওয়া হয়।

ইরানের সিনা আহানী, সাইয়্যেদ তাহা হোসেইনি, সাইয়্যেদ আমির-হোসেইন তাহেরি তারি এবং মোহাম্মদ কেইফারি আলমদারির সমন্বয়ে গঠিত ইরানি দল চারটি রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান লাভে সফল হয়েছে। সূত্র: তেহরান টাইমস