বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারতে আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘নারগেসি’ ও ‘নো এন্ড’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২২ 

news-image
ইরানি চলচ্চিত্র ‘নারগেসি’ এবং ‘নো এন্ড’ গোয়ায় ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। আয়োজকরা সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে।
পায়াম এসকান্দারি পরিচালিত ‘নারগেসি’ আইসিএফটি ইউনেস্কো গান্ধী পদক জিতেছে।
‘নো এন্ড’ উৎসবের সেরা পরিচালকের পুরস্কার জিতেছে। নির্মাতা নাদের সাইভার এই পুরস্কার লাভ করেন। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ছবিটির তারকা ওয়াহিদ মোবাশেরি।
জাভিয়ের অ্যাঙ্গুলো বার্টুরেন, জিঙ্কো গোতোহ, সুদীপ্ত সেন এবং প্যাস্কেল চ্যাভেন্সের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক জুরিতে সভাপতিত্ব করেন পরিচালক নাদাভ ল্যাপিড। সূত্র: তেহরান টাইমস।