বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব বধির ফুটসাল চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২৫ 

news-image

শুক্রবার সন্ধ্যায় ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ইরান ২০২৫ সালের বিশ্ব বধির ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে।

১৪ থেকে ২৭ জুন ইতালির মন্টেসিলভানোতে অনুষ্ঠিত পুরো টুর্নামেন্টে টিম মেল্লি দারুন পারফরম্যান্স করে।  মরক্কো (১২-১), ইতালি (১-০), উরুগুয়ে (৯-০), ইংল্যান্ড (১১-০), পোল্যান্ড (৩-১), কুয়েত (৭-০) এবং ক্রোয়েশিয়া (৩-২) এর বিরুদ্ধে দুর্দান্ত জয় ঘরে তোলে ইরান।

আগের দিন, ইতালি ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

এবারের জয় নিয়ে টুর্নামেন্টের পাঁচ আসরের মধ্যে চারটিতেই চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। ইভেন্টে পুরুষ এবং মহিলা উভয় ধরনের প্রতিযোগিতা ছিল। বিভিন্ন দেশের দল এতে অংশগ্রহণ করে। সূত্রঃ মেহর নিউজ