বিশ্ব গেমসে ইরানের হয়ে তৃতীয় স্বর্ণ জিতলেন বাঘেরজাদে
পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০২৫

ইরানের উশু অ্যাথলেট ইয়াসামান বাঘেরজাদে ২০২৫ বিশ্ব গেমসে স্বর্ণপদক জিতেছেন।মঙ্গলবার তিনি মহিলাদের ৭০ কেজি ওজন শ্রেণিতে চীনের হাইলান ঝুকে ২-১ গোলে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন।
ব্রোঞ্জ পদকের ম্যাচে মিশরীয় মেনাল্লা আলি ব্রিটেনের ক্রিস্টা ডায়ারকে ২-০ গোলে পরাজিত করেন।এর আগে মঙ্গলবার, একই প্রতিযোগিতায় আরেক ইরানি উশু অ্যাথলিট সোহেইলা মানসুরিয়ান ব্রোঞ্জ পদক জিতেছেন।
বিশ্ব গেমসের ১২তম আসর ৭ আগস্ট চীনের চেংডুতে শুরু হয়েছে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত। সূত্র: মেহর নিউজ