বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘খৈয়াম’ স্যাটেলাইট দিয়ে বন ও দাবানল পর্যবেক্ষণ শুরু

পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২২ 

news-image

বনাঞ্চল পর্যবেক্ষণ এবং অবিলম্বে দাবানল শনাক্ত করতে সক্ষম ইরানের উৎক্ষেপিত নতুন স্যাটেলাই ‘খৈয়াম’। দেশটির বন, পরিসর, এবং জলাশয় ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা রেজা বায়ানি একথা জানিয়েছেন।ইরানের মহাকাশ সংস্থা আগস্টের শুরুতে বিস্তৃত পরিসরের পরিবেশগত কার্যক্রম পরিচালনায় সক্ষম ‘খৈয়াম’ স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এটি কাজাখস্তানের বাইকোনুর মহাকাশ স্টেশন থেকে একটি রুশ সয়ুজ রকেটের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়।কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, পানি সম্পদ জরিপ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, বন উজাড় মোকাবিলা, সীমান্ত এলাকা পর্যবেক্ষণ এবং খনি অনুসন্ধান এই স্যাটেলাইটের প্রধান উদ্দেশ্য।রেজা বায়ানি বলেন, স্যাটেলাইটের ঘূর্ণনের সময় কোনো এলাকায় আগুন লাগলে আমরা সঙ্গে সঙ্গে তার ছবি ধারণ করতে পারে এবং স্যাটেলাইটটির ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ দিক হল, এর ছবিগুলো পর্যায়ক্রমিক। সূত্র: তেহরান টাইমস।