রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিগ স্কাই ডকুমেন্টারি উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৫ ইরানি সিনেমা

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৩ 

news-image

পাঁচটি ইরানি চলচ্চিত্র বিগ স্কাই ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি মন্টানার মিসুলায় এই উৎসব অনুষ্ঠিত হবে।জামশিদ ফারাজভান্দের “কাক ইরাজ”, মেহেদি জামানপুর কিসারির “ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড”, সাঈদ তাজি ফারুকির “আদম অ্যান্ড ইভ”, মারজান খোসরাভির “দ্য ড্রিম অব এ হর্স” এবং মোহাম্মদ-সাদেক ইসমাইলির “গিসেলো” উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে। সূত্র: তেহরান টাইমস।