বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

বর্ষসেরা খেলোয়াড় মনোনয়ন তালিকায় ১১জন ইরানি

পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২২ 

news-image

২০২১ সালে ফুটসালপ্ল্যানেট বাছাইকৃত বিশ্বের সেরা পুরুষ ও মহিলা ফুটসাল ক্রীড়াবিদদের মধ্যে স্থান পেয়েছেন ১১ জন ইরানি।ফুটসালপ্ল্যানেট ওয়েবসাইট ২০২১ সাল অনুসারে ২০২১ সালে শীর্ষ জাতীয় দলের বিভাগে ইরানের জাতীয় ফুটসাল দল বিশ্বের শীর্ষ ১০টি দলের মধ্যে স্থান করে নিয়েছে।ইরানের জাতীয় দলের প্রধান কোচ সৈয়দ মোহাম্মদ নাজেম আল-শরিয়া ২০২১ সালে জাতীয় দলের সেরা প্রধান কোচ নির্বাচিত হয়েছেন। ২০২১ সালে শীর্ষ পুরুষদের ক্লাব বিভাগে মেস সুঙ্গুন ভারজাগান এফএসসিকে শীর্ষ ১০টির একটি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।ইরানি পালায়েশ নাফ্ট আবাদান ক্লাব ২০২১ সালের শীর্ষ মহিলা ক্লাবগুলোর অন্যতম। সূত্র: মেহর নিউজ এজেন্সি।