মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পাস্তু কোভ্যাক ওমিক্রনের বিরুদ্ধে শতভাগ কার্যকর

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২২ 

news-image

পাস্তু কোভ্যাক ভ্যাকসিনের ইনজেকশন করোনাভাইরাসের ওমিক্রন স্ট্রেনের বিরুদ্ধে শতভাগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। পাস্তুর ইনস্টিটিউটের প্রধান আলিরেজা বিগলারি এই তথ্য জানিয়েছেন।ইরানের পাস্তুর ইনস্টিটিউট এবং কিউবার ফিনলে ভ্যাকসিন ইনস্টিটিউট এর যৌথভাবে তৈরি করা এই ভ্যাকসিনটির নাম কিউবায় ‘সোবেরনা ০২’ এবং ইরানে ‘পাস্তু কোভ্যাক’।বিগলারি জানান, পাস্তু কোভ্যাক হলো একমাত্র দেশীয় তৈরি ভ্যাকসিন যা ২-১৮ বছর বয়সী শিশুদের দেওয়া যায়। ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, ভ্যাকসিনটি অত্যন্ত কার্যকর এবং নিরাপদ৷তিনি বলেন, ভ্যাকসিনটি তিনটি ডোজ দেওয়া লোকদের মধ্যে লক্ষণীয়ভাবে রোগ প্রতিরোধ করেছে ৬৫ শতাংশ এবং গুরুতর রোগ প্রতিরোধে ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে এর কার্যকারিতা ছিল ৯৬ দশমিক ৫ শতাংশ।বিগলারি আরও জানান, এখন পর্যন্ত ভ্যাকসিনটির দেড় কোটি ডোজ তৈরি করা হয়েছে, যার মধ্যে ৮০ লাখ টিকাকরণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে এবং বাকিগুলো মন্ত্রণালয়ে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। সূত্র: তেহরান টাইমস।