বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইরানের জনগণকে রুহানির অভিনন্দন

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০১৬ 

news-image

ইরানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরানি জনগণকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি তার টুইটার বার্তায় বলেছেন, “যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ উপসংহারে পৌঁছেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং এই বিজয়ের দিনে ইরানের জনগণকে অভিনন্দন জানাই।”

শনিবার শেষ বেলায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ঘোষণা করেন যে, তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষণার পর প্রেসিডেন্ট রুহানি তার টুইটার পেইজে ইরানের জনগণের উদ্দেশ্যে এ অভিনন্দন বার্তা দেন। সূত্র: আইআরআইবি