বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তৃতীয় ইরানি নারী হিসেবে এভারেস্ট জয় হেমতির

পোস্ট হয়েছে: মে ২২, ২০২২ 

news-image
ইরানের নারী পর্বতারোহী আফসানেহ হেমতি রোববার এভারেস্ট জয় করতে সক্ষম হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন। তৃতীয় ইরানি নারী হিসেবে তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শিখরে উঠলেন।বিশ্বের সর্বোচ্চ এই স্থানে উঠতে পেছন থেকে যারা সাহায্য করেছেন হেমতি তাদের  ধন্যবাদ জানিয়েছেন।
তার আগে ইরানি নারী গ্রাফিক ডিজাইনার ফারখোন্দেহ সাদেগ এবং ডেন্টিস্ট লালেহ কেশভারজ ২০০৫ সালে এভারেস্টে আরোহণ করেন। তারা ছিলেন প্রথম ইরানি নারী যারা এভারেস্টের চূড়া জয় করতে সক্ষম হয়েছেন। সূত্র: মেহর নিউজ।