বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তুরস্ক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০১৬ 

news-image

তুরস্কে ইরানের নাগরিকদের ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইরান।নিরাপত্তার কারণ, তুরস্কে ব্যর্থ অভুত্থ্যানের পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সম্প্রতি ইরান তার নাগরিকদের দেশটি ভ্রমণে নিষেধ করেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গত শুক্রবার তুরস্ক সফরকালে এধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেন। জাভেদ জারিফ একই সঙ্গে আঙ্কারাকে তার দেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানান। সফরকালে জাভেদ জারিফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে সাক্ষাত করেন।

জাভেদ জারিফ বলেন, তুরস্ক কর্তৃপক্ষ ইরানের নাগরিকদের ভ্রমণে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি বলেন, দুটি দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করবে। সূত্র: তেহরান টাইমস, রিয়াল ইরান