শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ড্রোন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০২২ 

news-image

ইরানের সামরিক শক্তিতে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। বছরের পর বছর কঠোর প্রচেষ্টার পর দেশটি এখন অত্যাধুনিক ড্রোন তৈরির প্রক্রিয়া আয়ত্ত করেছে।ইরানের ড্রোন সক্ষমতা নতুন কিছু নয়। গত এক দশকে ইরান তার দেশীয় বিজ্ঞানীদের আশীর্বাদে সম্পূর্ণ পরিসরের যুদ্ধ, পুনরুদ্ধার এবং নজরদারি ড্রোন তৈরি করতে সফল হয়েছে। এক্ষেত্রে সর্বশেষ বড় অর্জন এই মাসের শুরুতে উন্মোচন করা হয়।ইরানি সামরিক বাহিনীর নৌবাহিনী দেশটির প্রথম ড্রোন ক্যারিয়ারের উদ্বোধন করে। নতুন এসব অর্জনের মধ্যে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ইরানি বিশেষজ্ঞদের উৎপাদিত বিভিন্ন ধরনের আধুনিক এবং উন্নত ধরনের ড্রোন রয়েছে।ড্রোন ইরানের শক্তিকে দ্রুতগতিতে বাড়িয়ে চলেছে। সপ্তাহ দুয়েক আগে একজন আইনপ্রণেতা বলেন, ইরানের ড্রোন সক্ষমতা ইরান এবং প্রতিরোধ অক্ষের শক্তি বাড়িয়েছে। সূত্র: মেহর নিউজ।