বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জুরিখ উৎসবের জুরির সভাপতিত্ব করবেন ফারহাদি

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২২ 

news-image
এবছর জুরিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতিত্ব করবেন দুইবারের অস্কার বিজয়ী ইরানি পরিচালক আসগর ফারহাদি। ২০২২ সালের গোল্ডেন আই বিজয়ীদের নির্বাচনে নেতৃত্ব দেবেন প্রখ্যাত এই ফারসি নির্মাতা।
সুইস পরিচালক পেট্রা ভলপে (দ্য ডিভাইন অর্ডার) এবং প্রযোজক ড্যানিয়েল ড্রেইফুস (নো, নেটফ্লিক্সের অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট), সুইডিশ প্রযোজক পিটার গুস্তাফসন (বর্ডার) এবং ব্রিটিশ পরিচালক ক্লিও বার্নার্ডের (দ্য আর্বার, ডার্ক রিভার) সমন্বয়ে গঠিত তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধান হবেন ফারহাদি। হলিউড রিপোর্টার এর খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিটি জুরি নিজ নিজ বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য একটি গোল্ডেন আই সম্মাননা প্রদান করবে।
জুরিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ১৮তম আসর ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ।