সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনার ওষুধ উৎপাদনে ইরানের তিন কোম্পানি

পোস্ট হয়েছে: এপ্রিল ১৪, ২০২০ 

news-image

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ড্রাগ ‘‘ফাভিপিরাভির’’ উৎপাদনে প্রস্তুত রয়েছে ইরানের তিন কোম্পানি। কোভিড-১৯ এর চিকিৎসায় ওষুধটি কার্যকর হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এর প্রধান মোহাম্মাদ রেজা শানেসাজ এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ইরানে ফাভিপিরাভির এর উৎপাদন ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী এটির প্রাথমিক পদার্থ নিকট ভবিষ্যতে দেশীয়ভাবে উৎপাদন করা হবে।

শানেহসাজ আরও জানান, ওষুধটির কোনো স্বল্পতা দেখা দিলে আমদানি করা হবে। আমদানির বিষয়টি এজেন্ডায় রয়েছে।

গত ৮ এপ্রিল অ্যান্টিভাইরাল ড্রাগ ‘‘ফাভিপিরাভির’’ ইরানি সংস্করণের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। শহিদ বেহেশতি ইউনিভার্সিটির গবেষকদের প্রচেষ্টায় এই পরীক্ষা-নিরীক্ষা চলছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি