এফআইভিবি ভলিবলে আর্জেন্টিনাকে হারালো ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৯

২০১৯ এফআইভিবি ভলিবল পুরুষ অনূর্ধ্ব -২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুল এফ এর খেলায় আর্জেন্টিনাকে পরাজিত করেছে ইরান। সোমবার প্রতিপক্ষকে ৩-১ (২৫-১৯, ২৩-২৫, ২৫-২২, ৩২-৩০) ব্যবধানে হারায় ইরানি খেলোয়াড়রা।
বেহরুজ আতায়ির নেতৃত্বাধীন ইরানি দল পুল সি’র খেলায় তিউনিশিয়া ও চেক প্রজাতন্ত্রকে ৩-০ ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। তবে রাশিয়ার কাছে ৩-২ ব্যবধানে হারে দেশটি।
মঙ্গলবার ইতালির মুখোমুখি হবে ইরান। প্রত্যেক পুলের শীর্ষ দুই দল পুল ই ও এফ এ খেলার যোগ্যতা অর্জন করবে। এখান থেকে বিজয়ীরা সেমিফাইনাল পর্বের খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৭ জুলাই ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এফআইভিবি ভলিবল পুরুষ অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের এবারের ২০তম পর্ব বাহরাইনের রিফফায় অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।