বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে রেল পরিবহন সুবিধা দ্বিগুণ হচ্ছে

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০১৬ 

news-image

ইরানে আগামী ফার্সি নতুন বছর আসার আগেই (মধ্য মার্চ) দেশটির রেল পরিবহন সুবিধা দ্বিগুণ হচ্ছে। ইসলামিক রিপাবলিক অব ইরান রেইলওয়ের প্রধান মোহসেন পোরসিয়াদ আকাই বলেছেন, তার দেশ বর্তমানে ৮ লাখ টন মালামাল রেল পথে আনানেয়া করলেও তা বৃদ্ধি পেয়ে ১৫ লাখ টনে দাঁড়াচ্ছে। খবর ইরনার

আগামী ফার্সী বছরের শেষ নাগাদ ইরানে রেল পরিবহন খাতে অন্তত ৪০ লাখ টন মালামাল পরিবহন করা যাবে। চীনের জিনজিয়াং থেকে সিল্ক রোড হয়ে ১০ হাজার ৩৯৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি মালবাহী ট্রেন তেহরান এসে পৌঁছার পর আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য দেন আকাই। কৌশলগত যোগাযোগের দিক থেকে মধ্যপ্রাচ্য ছাড়াও ইরানের সঙ্গে সাতটি দেশের সীমান্ত থাকায় এসব দেশের সঙ্গে রেল যোগযোগের সম্ভাবনা রয়েছে এবং ইরান তা পুরোপুরি কাজে লাগাতে চায়। এছাড়া ইরানের উত্তর ও দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে সমুদ্র পথে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।