বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম, লাগবে না টিকা সনদ

পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০২১ 

news-image

ইরান ভ্রমণে আগ্রহী বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করেছে ইরান। সোমবার সিএইচটিএন এর এক প্রতিবেদনে নতুন এসব নিয়মকানুন তুলে ধরা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে ইরান ও অন্যান্য দেশের নাগরিকদের আকাশ কিংবা স্থলপথে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রবেশ এবং প্রস্থানে (গ্রুপ ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রে)  বৈধ টিকা কার্ড দেখাতে হবে না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই স্বাস্থ্যবিধির অনুমোদন দিয়েছে।

তবে পর্যটকদের ইরানে পৌঁছার ৯৬ ঘণ্টা পূর্বে করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টের সনদ থাকতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যেসব দেশকে করোনা সংক্রমণের জন্য উচ্চতর ঝুঁকিসম্পন্ন হিসেবে শনাক্ত করেছে সেসব দেশ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রবেশ ও প্রস্থানে এই নিয়ম প্রযোজ্য হবে না। সূত্র: তেহরান টাইমস।