শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে প্রাচীন বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২২ 

news-image

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে জুনদি শাপুর বিশ্ববিদ্যালয় নামে একটি প্রাচীন একাডেমির পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বার্তা সংস্থা আইএসএনএ এই খবর জানিয়েছে।জুনদি শাপুর গুনদি শাপুর নামেও পরিচিত। প্রাচীনকালে এটি ছিল বিশ্বের জ্ঞান ও প্রজ্ঞার জন্মস্থানগুলির অন্যতম, ইরানিদের জন্য জাতীয় গর্ব এবং উৎসাহের উৎস।সূত্র জানায়, দেজফুল ছিল সাসানি সাম্রাজ্যের (২২৪ থেকে ৬৫১ খ্রিস্টাব্দ) একটি বুদ্ধিজীবী কেন্দ্র। এখানে চিকিৎসা, দর্শন, ধর্মতত্ত্ব এবং বিজ্ঞানে শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হতো।বিশ্ববিদ্যালয়টিতে একটি প্রশিক্ষণ হাসপাতাল ও একটি লাইব্রেরি এবং উচ্চ শিক্ষার কেন্দ্র ছিল। দেজফুল থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বর্তমান খুজেস্তান প্রদেশের শুশের সড়কে এটি অবস্থিত। শাহাবাদ গ্রামের দক্ষিণে বিস্তৃত ধ্বংসাবশেষে বিশ্ববিদ্যালয়টি চিহ্নিত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।