ইরানের হামলায় ইসরায়েলের ৫০টি গবেষণাগার ক্ষতিগ্রস্ত
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৫

গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের কুখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউটের প্রায় ৫০টি গবেষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
চলতি বছরের ১৫ জুন ইরান অধিকৃত ফিলিস্তিনের রেহোভোত শহরে অবস্থিত ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের বিজ্ঞান পরিষদের প্রধান বলেছেন, “আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছি, যারা বৈজ্ঞানিক এবং শিক্ষাগত ক্ষেত্রে আমাদের সাথে সহযোগিতা করতে অস্বীকার করছে।”
লেবাননের আল মায়াদিনের মতে, তিনি বলেছেন, “ইরানের হামলায় ওয়াইজম্যান ইনস্টিটিউটে আঘাত হানা দুটি ক্ষেপণাস্ত্র সম্পত্তি, উপকরণ এবং পরীক্ষার ফলাফলের ব্যাপক ক্ষতি করেছে, যা আমরা পুনরাবৃত্তি করতে পারি না।”
ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রধান আরও বলেন, “হামলায় প্রায় ৫০টি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে, সেই সাথে প্রচুর সম্পত্তি এবং সরঞ্জামও নষ্ট হয়েছে, যে কারণে শিক্ষার্থীদের কিছুই করার নেই।” মেহর নিউজ।