বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের শক্তির মূল ভিত্তি হলো তার জনগণ : পেজেশকিয়ান

পোস্ট হয়েছে: জানুয়ারি ৭, ২০২৬ 

news-image

তেহরান, (এমএনএ) — ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইরানি জাতির বিরুদ্ধে বিদেশি চাপের তীব্র সমালোচনা করে বলেছেন, ইরানের শক্তির আসল উৎস হলো জনগণের সমর্থন।

 

মঙ্গলবার তেহরানে এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের প্রতিপক্ষরা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধের মাধ্যমে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, অথচ একই সঙ্গে তারা নিজেদের ইরানি জনগণের রক্ষক হিসেবে উপস্থাপন করছে— প্রেসিডেন্ট ডট আইআর এ খবর জানায়।

 

তিনি বলেন, যারা ব্যাপক অপরাধ ও গণহত্যা চালিয়েছে, তারাই এখন মানবাধিকারের চ্যাম্পিয়ন হওয়ার দাবি করছে— যা চরমভাবে পরস্পরবিরোধী।

 

গাজা, লেবানন ও ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে ধরে প্রেসিডেন্ট স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করেন।

 

পেজেশকিয়ানের মতে, নারী, শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ নির্বিচারে বোমাবর্ষণের শিকার হচ্ছে, অথচ হামলাকারীরাই মানবাধিকারের কথা বলছে। তিনি এটিকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বলে আখ্যা দেন।

 

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের প্রকৃত শক্তি ও সম্পদের উৎস হলো তার জনগণ। তিনি বলেন, সরকার, সংসদ, কাউন্সিল ও অন্যান্য সব শাসনব্যবস্থার প্রতিষ্ঠানকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে হবে।

 

“আমার একমাত্র দাবি হলো ইরান মাথা উঁচু করে দাঁড়াক এবং তার জনগণ মর্যাদার সঙ্গে জীবনযাপন করুক,” তিনি বলেন। একই সঙ্গে তিনি জানান, সর্বোচ্চ নেতার নীতিমালার কাঠামোর মধ্যেই এই লক্ষ্য অর্জনে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

 

সংলাপ ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে উন্মুক্ত আলোচনা মঞ্চ গড়ে তোলার বিষয়ে সর্বোচ্চ নেতার ওপর দেওয়া গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জাতির সম্পদ এবং জনগণই দেশের সবচেয়ে বড় পুঁজি। জনগণের কথা শোনা এবং তাদের সমস্যার সমাধানে কাজ করাই সরকারের দায়িত্ব।

 

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরকারের স্বচ্ছতার প্রতিশ্রুতিও তুলে ধরেন এবং কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম ও তদারকি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

সূত্র: এমএনএ