বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের পাল্টা হামলায় ৩০ ইসরায়েলি পাইলট নিহত : কাজেমি কোমি

পোস্ট হয়েছে: জুলাই ১৬, ২০২৫ 

news-image

১২ দিনের যুদ্ধে ইরানের প্রতিশোধমূলক অভিযানে ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কোমি। এটিকে ইসরায়েলি সরকারের জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেন ইরাকে দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রদূত।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে কোমি বলেন, তেল আবিবের শাসনব্যবস্থা এখন পর্যন্ত অনেক বিবরণ সেন্সর করে রেখেছে। ১২ দিনের যুদ্ধে ইরানের এক অভিযানে ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন।

‘‘এটি (ইসরায়েলি) শাসনের জন্য কোনও ছোট বিষয় নয়,’’ বলেন তিনি।

সাবেক এই রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, শত্রুর প্রাথমিক লক্ষ্য ছিল ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন এবং দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন। কিন্তু তারা তাদের সকল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

কাজেমি কোমি আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর প্রচণ্ড আঘাত হানে এবং এ  অঞ্চলে শত্রুর বৃহত্তর এজেন্ডাকে ব্যর্থ করে দেয়। সূত্রঃ মেহর নিউজ