মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাসানি যুগের সিরভানে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হচ্ছে

পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২১ 

news-image

ইরানের ইলাম প্রদেশে সাসানি রাজবংশের সময় গড়ে ওঠা ঐতিহাসিক শহর সিরভান। আগামী কিছু দিনের মধ্যে স্থানটিকে ঘিরে শুরু হবে প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রথম সিজন। ইলামের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন দপ্তরের মহাপরিচালক এই তথ্য জানিয়েছেন।

আব্দুলমালেক শানবেহজাদেহ বলেন, গৌরবময় দিনগুলোতে শহরটি মাসবাজান প্রদেশের রাজধানী ছিল। সাসানি যুগে যেটি ছিল ইরানের অন্যতম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ শহর। এই অঞ্চলে গড়ে ওঠা সেতু, রাস্তা-ঘাট, গজ, অসংখ্য দুর্গ এবং প্রাচীন বসতিগুলোতে সিরভান শহরের তাৎপর্য স্পষ্টতই ফুটে ওঠে।

চলতি ইরানি বছর ইলামে গবেষণা ও খনন অভিযান নিয়ে কিছু পরিকল্পনার কথা উল্লেখ করেন পর্যটন দপ্তরের মহাপরিচাল। বলেন, স্থানটির সীমানা নির্ধারণে আমাদের কয়েকটি খনন অভিযান পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। আশা করা হচ্ছে, লক্ষ্যে পৌঁছতে চারটি খনন অভিযান পরিচালনা করা হবে। সূত্র: তেহরান টাইমস।