রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরাককে বিভক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন রুহানি

পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০১৭ 

news-image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইরাককে বিভক্ত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান তার পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী দেশটির ঐক্য, স্থিতিশীলতা ও সংহতিকেই কেবল সমর্থন করে।

তেহরান সফররত ইরাকি ন্যাশনাল অ্যালিয়েন্স বা আইএনএ প্রধান আম্মার আল-হাকিমের দেয়া সাক্ষাতে মঙ্গলবার এ কথা বলেন তিনি। তিনি বলেন, ইরাকের ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করার যে কোনো চেষ্টাই কারো  জন্য উপকারী হবে না।

বিভেদ সৃষ্টিকারী বিষয়গুলো এড়িয়ে চলতে এবং ঐক্য জোরদার করার জন্যও সব ইরাকির প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বাগদাদ সরকার এবং জনপ্রিয় বাহিনীগুলোর সন্ত্রাস বিরোধী লড়াই এবং  ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে মুক্ত করাকে স্বাগত জানান তিনি।

তিনি বলেন, ইরাকি কর্মকর্তাদের সুচিন্তিত পদক্ষেপ এবং দেশটির জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য মসুল মুক্ত করার আনন্দকে দ্বিগুণ করবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,  মসুলের বিজয় এবং সন্ত্রাসবাদের পরাজয় গোটা ইরাকের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ঐক্যকে আরো জোরদার করবে। সূত্র: পার্সটুডে।