বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইতালিতে তিন ইরানি স্বল্পদৈর্ঘ্যের পুরস্কার জয়

পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০২৩ 

news-image

ইরানি শর্ট ফিল্ম “অ্যা বাটারফ্লাই ইজ নকিং অন উইন্ডো”, “দ্য মেলোডি অফ লোনলিনেস” এবং “দে”  ইতালির ট্রেসে সিনেমাটোগ্রাফিচ ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতেছে। সৈয়দ মোর্তেজা সবজ-কাবা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “দে” উৎসবের ভূমধ্যসাগরীয় বিভাগে একটি বিশেষ পুরস্কার পেয়েছে।শর্ট ফিল্মটিতে এমন একদল লোকের গল্প দেখানো হয়েছে যারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেজফুল শহর ছেড়ে ভারাক্রান্ত মন নিয়ে তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য বের হয়। শহরটিতে যুদ্ধবিমান দিয়ে বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে তারা খুব বেশি দূরে যায়নি।

ইরানি শর্ট ফিল্মটি এর আগে তাইওয়ানের ‘থ্রি অ্যাক্টস অফ গুডনেস মাইক্রো ফিল্ম ফেস্টিভাল’-এর ৪র্থ পর্বে সম্মানসূচক ডিপ্লোমা এবং তৃতীয়-সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে।

উৎসবে সামিরা আজিমিয়ানের “দ্য মেলোডি অফ লোনলিনেস” সেরা অ্যানিমেশনের পুরস্কার জিতেছে, আর মোহাম্মদ হাসানির “অ্যা বাটারফ্লাই ইজ নকিং অন উইন্ডো” সেরা সামাজিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

ট্রেসে সিনেমাটোগ্রাফিচ ফিল্ম ফেস্টিভালের এবারের ১২তম পর্ব রোমে ৪ থেকে ৯ জুলাই অনুষ্ঠিত হয়।

সূত্র: মেহর নিউজ।