শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আইডব্লিউএফ যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাইস চ্যাম্পিয়ন ইরানের জামালি

পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০২১ 

news-image

আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (আইডব্লিউএফ) যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৮১ কেজি ওজন-শ্রেণিতে সহ-চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইরানি নারী অ্যাথলেট ইয়েকতা জামালি। এবারের চ্যাম্পিয়নশিপে সে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ মেডেল জিতে এই মর্যাদা লাভ করে।

সোমবার সৌদি আরবের জেদ্দায় আইডব্লিউএফ যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হয়। তিনটি পদক জিতে জামালি ৮২ কেজিতে ভাইস চ্যাম্পিয়ন হয়।

১৬ বছর বয়সী ইরানি এই ভারোত্তোলক স্ন্যাচে সফলভাবে ৮৬ কেজি ওজন তুলতে সক্ষম হন। দ্বিতীয় প্রচেষ্টায় মাথার ওপর ৯০ কেজি ওজন তুলতে সক্ষম হয়। অন্যদিকে মেক্সিকো ও জর্জিয়ার ভারোত্তোলক মাথার উপর যথাক্রমে ৯২ ও ৯১ কেজি ওজন তুলতে সক্ষম হয়। একারণে জামালি ব্রোঞ্জ মেডেল জিতে।

অন্যদিকে জামালি ক্লিন অ্যান্ড জার্কে সফলভাবে ১০৭ ও ১১৫ কেজি ওজন তুলতে সক্ষম হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।