রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

৫ মাসে ইরানের ইস্পাত রপ্তানি প্রায় ৩ বিলিয়ন ডলার ছুঁয়েছে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৫ 

news-image

ইরানিয়ান স্টিল প্রডিউসারস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বছরের প্রথম পাঁচ মাসে ইরানের ইস্পাত শিল্প প্রায় ৩ বিলিয়ন ডলারের রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।

লোহা ও ইস্পাত রপ্তানির পরিমাণ ১৭ শতাংশ বেড়ে ৭৯৬,০০০ টনে দাঁড়িয়েছে, যা প্রথম ত্রৈমাসিকে দেখা পতনকে রুখে দিয়েছে।

আকরিক লোহার ঘনীভূত রপ্তানি বছরে ৮০ শতাংশ বেড়েছে, যা ইস্পাত উৎপাদনকারীদের মধ্যে অভ্যন্তরীণ সরবরাহ কমার বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে।

অন্যদিকে, লম্বা ইস্পাত পণ্যের রপ্তানি তীব্রভাবে কমতে থাকে। গত বছর লম্বা পণ্যের রপ্তানির ৮০ শতাংশের বেশি অংশ জুড়ে থাকা স্টিল রডের রপ্তানি পাঁচ মাসে ৩১ শতাংশ কমেছে।

এদিকে, মোবারকে স্টিল গ্রুপ সংস্থাগুলোর (মূল প্ল্যান্ট এবং চাহারমহল ও বাখতিয়ারি অটোমোটিভ শিটসহ) শক্তিশালী রপ্তানি কৌশল ফ্ল্যাট স্টিল পণ্য থেকে বৈদেশিক মুদ্রার রাজস্ব ১২২ মিলিয়ন ডলার বৃদ্ধি করেছে। একই সময়ে তাদের মোট রপ্তানি ২১৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। সূত্র: তেহরান টাইমস