২০২৫ বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে ইরানের আবাজারি রৌপ্য পদক জিতেছেন।
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২, ২০২৫
তেহরান – ইরানের সালেহ আবাজারি ২০২৫ ওয়ার্ল্ড কারাতে চ্যাম্পিয়নশিপে রোববার রাতে একটি রৌপ্য পদক জিতেছেন।
তিনি ইতালির মাত্তেও আভানজিনি-র কাছে ২-২ সমতার পর হানতাই সিদ্ধান্তে পুরুষ কুমিতে +৮৪ কেজি ফাইনালে পরাজিত হন। সৌদি আরবের সানাদ সুফিয়ানি এবং ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের ইভান কুদিনাউ দুটি ব্রোঞ্জ পদক লাভ করেন।
ইরানের কারাতে দল পুরো প্রতিযোগিতায় একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থান অর্জন করে। দিনের আগের ম্যাচে, আতুসা গোলশাদনেঝাদ মহিলা কুমিতে –৬১ কেজি ফাইনালে চীনের গং লি-কে ৪-২ পয়েন্টে পরাজিত করে স্বর্ণ পদক জেতেন। সারা বাহমানইয়ার মহিলা কুমিতে –৫০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন। মিশর তিনটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ জিতে দলগত শিরোপা অর্জন করে। প্রতিযোগিতা ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কায়রো, মিশরে অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র: তেহরান টাইমস