হোসা্ইন কে?
পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০১৬
হু ইজ হোসাইন? দ্বিতীয়বারের মত এধরনের ক্যাম্পেইনে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট স্টেটের পশ্চিম হার্টফোড এলাকায় এবারও ৭২টি গোলাপ ফুল বিলিয়ে দেন ক্যাম্পেইনাররা। কারবালার প্রান্তরে ইমাম হোসাইন তার ৭২ অনুসারীসহ স্বৈরাচারী শাসক ইয়াযীদের বিরুদ্ধে ইসলামের সুমহান আদর্শ রক্ষায় যে ত্যাগ ও শাহাদাত বরণ করে নেন তারই স্মরণে ৭২টি গোলাপ ফুল বিলিয়ে দেয়া হয়। যাদের কাছে এসব ফুল দেয়া হয় তারা ইমাম হোসাইনের আদর্শ সম্পর্কে জানতে চান যা তাদের অবহিত করা হয়। সূত্র: আবনা