বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘মারিয়াম মির্জাখনি ইরানি নারীদের বৈজ্ঞানিক রোল মডেল’

পোস্ট হয়েছে: মে ১৪, ২০২৫ 

news-image

ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেছেন, মারিয়াম মির্জাখনি কেবল ইরানি নারীদের জন্যই একজন বৈজ্ঞানিক রোল মডেল নন, বরং তিনি বিশ্বব্যাপী জ্ঞানের জন্য সম্মানের উৎস।

মোহাজেরানি নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “মির্জাখনির জন্মদিনকে স্মরণ করতে মহিলা গণিতবিদদের উদ্যোগে ১২ মে কে আন্তর্জাতিক গণিত নারী দিবস হিসেবে মনোনীত করা হয়েছে। গণিতের বিস্ময় ইরানি এই নারী প্রতিভা এবং অধ্যবসায় দিয়ে বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে যান। জ্ঞানকে ভালোবাসেন এমন ইরানিরা আশা, সাহস এবং চিন্তাভাবনায় তাকে অনুসরণ করবেন।” খবর বার্তা সংস্থা ইসনার

মির্জাখনি ১৯৭৭ সালের মে মাসে তেহরানে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ এবং ১৯৯৫ সালে তিনি ইরানের গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক লাভ করেন। তিনি ১৯৯৯ সালে তেহরানের শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। মির্জাখনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পান এবং সেখানে তিনি ২০০৪ সালে পিএইচডি সম্পন্ন করেন।

মির্জাখনি ২০০৮ সালে ৩১ বছর বয়সে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক হন। ২০০৬ সালে জনপ্রিয় বিজ্ঞান ম্যাগাজিন মির্জাখনিকে বছরের সেরা দশ মেধাবীর তালিকায় স্থান দেয়। ২০০৯ সালে তিনি বিশুদ্ধ গণিতের গবেষণার অগ্রগতির জন্য আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির ব্লুমেন্টাল অ্যাওয়ার্ড লাভ করেন।

তার অন্যান্য পুরষ্কারের মধ্যে রয়েছে ২০১৩ সালের গণিতে স্যাটার পুরস্কার এবং ২০১৪ সালের ক্লে রিসার্চ অ্যাওয়ার্ড। সূত্র: তেহরান টাইমস