বেলারুশকে হারিয়েছে ইরানের নারী ফুটবল দল
পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০২২
শনিবার তেহরানে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বেলারুশকে ১-০ গোলে হারিয়েছে ইরানের নারী ফুটবল দল। ৪৫মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মেলিকা মোতেভাল্লি।মঙ্গলবার আরারাত স্টেডিয়ামে টিম মেল্লির ইউরোপীয় দলের সাথে খেলার কথা রয়েছে।১০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। গত ৬ নভেম্বর থেকে এসব ম্যাচ শুরু হয়েছে। আজমাউনের নেতৃত্বে ইরান জুলাই মাসে ২০২২২ সাফা নারী চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হওয়ার গৌরব লাভ করে। সূত্র: তেহরান টাইমস।