বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিদেশে ৪টি নতুন জ্ঞানভিত্তিক রপ্তানি কেন্দ্র স্থাপন করবে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২২ 

news-image

বিদেশে চারটি নতুন জ্ঞানভিত্তিক রপ্তানি কেন্দ্র চালু করবে ইরান। সোমবার বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাত্কারে এই তথ্য জানান ইরানের উদ্ভাবন ও সমৃদ্ধি তহবিলের ব্যবস্থাপক মারজিয়েহ শাভেরদি।তিনি বলেন, তহবিল কিরগিজস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান সহ চারটি দেশে চারটি নতুন জ্ঞানভিত্তিক কোম্পানির রপ্তানি ঘাঁটি স্থাপন করবে।শাভেরদি আরও বলেন, জ্ঞানভিত্তিক সংস্থাগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করতে তহবিল চলতি ইরানি বছর ১৪০০ সালে (২১ মার্চ ২০২১ থেকে যা শুরু হয়) বিদেশে বেশ কয়েকটি স্থায়ী প্রদর্শনী বা ঘাঁটি স্থাপন করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।