সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার প্রসারে ইরান ও রাশিয়ার গুরুত্বারোপ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২০ 

news-image

বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা প্রসারে গুরুত্বারোপ করেছে ইরান ও রাশিয়া। বৃহস্পতিবার রুশ অ্যাকাডেমি অব সায়েন্সের প্রধান আলেকজান্দার সারগেয়েভের সাথে ভিডিও কনফারেন্সে মিলিত হন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। এসময় তারা বৈজ্ঞানিক ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

ভিডিও কনফারেন্সে সাত্তারি বলেন, কূটনৈতিক ক্ষেত্রে দুদেশের বিস্তৃত ও গভীর সম্পর্ক রয়েছে। একইভাবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এই মাত্রার সম্পর্ক অর্জন করা প্রয়োজন।

সাত্তারি বলেন, প্রাচীন প্রতিবেশী দেশ হিসেবে রাশিয়া অসংখ্য বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা সক্ষমতা ভোগ করে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষত অত্যাধুনিক ফার্মাসিউটিক্যাল প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে মাঠ প্রস্তুত রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।