শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিলমিনিটে ‘দ্য পেইন্টার অব ফিশ’র ২ পুরস্কার জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০২২ 

news-image

আসগর বেশারতির ইরানি শর্ট ফিল্ম ‘দ্য পেইন্টার অব ফিশ’ যুক্তরাজ্যের ফিলমিনেট ২০২২-এ দুটি পুরস্কার জিতেছে।আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসগর বেশারতি পরিচালিত চলচ্চিত্রটির সর্বশেষ প্রদর্শন অনুষ্ঠিত হয়। ফিলমিনেট ২০২২, ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।‘দ্য পেইন্টার অব ফিশ’ উৎসবের জুরি এবং দর্শক পুরস্কার জিতেছে। অনন্য চিত্রায়ন, কাব্যিক বর্ণনা, সরলতা এবং দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার কারণে চলচ্চিত্রটি জুরিদের কাছে প্রশংসিত হয়েছে।৬০ সেকেন্ডের চলচ্চিত্রটি প্রকৃতির উপর মানুষের আধিপত্য এবং শিল্পের জন্য আশার মধ্যে স্পষ্ট বৈসাদৃশ্য চিত্রিত করা হয়েছে। পরিবেশগত সমস্যা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামুদ্রিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার প্রতি দর্শকদের দৃষ্টি আকৃষ্ট করতে এটি তৈরি করা হয়েছে। সূত্র: মেহর নিউজ।