শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফাজা দুবাই বিশ্বকাপে ইরানি পাওয়ারলিফ্টারদের আরো ২ পদক

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২৪ 

news-image
ইরানের আলি আকবর গরিবশাহি এবং হামেদ সোলহিপুর ১৩তম ফাজ্জা দুবাই ২০২৪ প্যারাপাওয়ারলিফ্টিং বিশ্বকাপে যথাক্রমে একটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জিতেছেন।
পুরুষদের ১০৭ কেজি ওজনশ্রেণিতে ২৫০ কেজি উঠিয়ে গরিবশাহি প্রথম স্থান অধিকার করেন। মঙ্গোলিয়ার সোডনোমপিলজি এনখবায়ার এবং উজবেকিস্তানের ইলখোম খালিমভ যথাক্রমে ২৪০ কেজি এবং ২২১ কেজি নিয়ে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছেন।
এছাড়াও, সলহিপুর পুরুষদের ৯৭ কেজি ওজনশ্রেণিতে ২২১ কেজি ওজন তুলে দ্বিতীয় হয়েছেন।
এই বিভাগে চায়না পাওয়ারলিফ্টার জিসিয়ং ইয়ে ২৪১ কেজি নিয়ে স্বর্ণপদক জিতেছেন এবং ২১৭ কেজি নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন উজবেকিস্তানের ফারহোদ উমিরজাকভ।
ইরানের মোহসেন বখতিয়ার ৫৯ কেজিতে এবং আহমদ আমিনজাদে ১০৭ কেজিতে দুটি স্বর্ণপদক জিতেছেন।
বুধবার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নশিপটি ৬ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস