প্রকৃতিতে আল্লাহ তা‘আলার নিদর্শন
পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০১৯
এই পৃথিবী যেখানে আমরা মানবজাতি সহ আরও বিভিন্ন প্রাণী বসবাস করি তা নিঃসন্দেহে খুবই চমকপ্রদ। কারণ, আমরা আমাদের চারপাশের প্রকৃতিতে নানা ধরনের সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই। একজন ঈমানদার ব্যক্তির কাছে এগুলো মহান আল্লাহর নিদর্শন বলে গণ্য এবং মহান আল্লাহ পবিত্র কুরআনে এসব বিষয়ে কী শিক্ষা দিয়েছেন তা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। সকলের উপকারিতার কথা বিবেচনা করে আমরা প্রকৃতি সম্পর্কে পবিত্র কুরআনের কয়েকখানা আয়াত এখানে তুলে ধরব যার মাধ্যমে তোমরা মহান আল্লাহ্র পরিচয় সম্পর্কে অবগত হতে পার-
‘এবং তিনি সেই সত্তা যিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং তাতে অটল পাহাড় ও নদ-নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক ফল জোড়া-জোড়া সৃষ্টি করেছেন; তিনি রাতের আবরণে দিনকে আবৃত করেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন আছে।’-সূরা রা‘দ : ৩
‘তাঁর নিদর্শনাবলির মধ্যে এটিও একটি যে, তিনি তোমাদের শংকা ও আশার উদ্রেক করার জন্য বিজলী প্রদর্শন করেন এবং আকাশ হতে বারি বর্ষণ করেন; পরে এর দ্বারা ভূমিকে এর মৃত্যুর পর সজীব করেন; নিশ্চয় এতে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে।’-সূরা রূম : ২৪
‘এর (পানি) দ্বারা তিনি তোমাদের জন্য শস্য, যায়তুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সর্ব প্রকার ফল উৎপন্ন করেন; নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।’-সূরা নাহল : ১১
‘তিনিই রাত ও দিনকে এবং সূর্য ও চন্দ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং নক্ষত্রপুঞ্জও তাঁরই আদেশে তোমাদের সেবায় নিয়োজিত; নিশ্চয় এতে বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে বহু নিদর্শন। এবং তিনি ভূমিতে তোমাদের জন্য যেসব রং-বেরঙের বস্তু উৎপন্ন করেছেন তাতেও উপদেশ ও শিক্ষা গ্রহণকারী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।’-সূরা নাহল : ১২-১৩
‘অতঃপর সর্বপ্রকার ফল হতে (কিছু কিছু) খাও এবং তোমার প্রতিপালকের পথে বিনয়ের সাথে চলতে থাক; তার (মক্ষিকার) পেট থেকে বিবিধ বর্ণের পানীয় নির্গত হয় এবং তাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য; নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে নিদর্শন রয়েছে।’-সূরা নাহল : ৬৯
‘আমরা যদি এই কুরআন কোন পর্বতের ওপর অবতীর্ণ করতাম তবে তুমি প্রত্যক্ষ করতে তা আল্লাহ্র ভয়ে অবনত ও বিদীর্ণ হয়ে গিয়েছে। এই দৃষ্টান্তসমূহ- যা আমরা মানুষের জন্য বিবৃত করি যাতে তারা চিন্তাভাবনা করে।’-সূরা হাশ্র : ২১